Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে পথচারী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ৬:২২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারীর নাম হচ্ছে বাবুল হাওলাদার(৪৫)। এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার(২৮মার্চ) বিকেল ৫টায় মডেল থানার জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ এলাকায় কাসাস কমিউনিটি সেন্টারের সামনে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোঃ ইলিয়াস মিয়া জানান,জিনজিরা-নবাবগঞ্জ সড়কের আমিরাবাগ এলাকায় কাসাস কমিউনিটি সেন্টারের সামনে পল্লী বিদ্যুতের নতুন লাইন নেয়ার জন্য একটি খুঁটি পোঁতা ছিল। নিহত পথচারী বাবুল হাওলাদার ওই খুঁটির কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল।এসময় হঠাৎ পল্লী বিদ্যুতের ওই খুঁটিটি তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করি। নিহত বাবুল হাওলাদার আমিরাবাগ এলাকায় জৈনক ইকবাল হাজীর বাড়ির ম্যানেজার ছিলেন। তার বাবার নাম মকবুল হাওলাদার। বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথচারী নিহত

১৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ