Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণাবড়িয়ায় আদালত ভবনের ইট পড়ে পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ৩:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত ভবনের ইট পড়ে মনির মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাউতলিস্থ আদালত ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ভবনের ১০ তলার নির্মাণ কাজ চলছে। দুপুরে ইট গাঁথুনির জন্য শ্রমিকদের বানানো মাচা ভেঙ্গে নিচে পড়ে যায়। এ সময় মাচায় থাকা ইট পথচারী মনিরের উপর পড়ে। পরে মনিরকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথচারী নিহত

১৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ