Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় রাগবি শুরু

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) আয়োজিত অষ্টম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী ৫৯-০ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে, চট্টগ্রাম ২৮-৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে ও দিনাজপুর ২৭-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে হারায়। এবারের জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতায় ১৭টি জেলা ও ১টি সার্ভিসেস দলসহ মোট ১৮টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে। এর আগে বিকেলে মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এসময় উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান শাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় রাগবি

২৮ মার্চ, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ