Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়ায় ওরছের প্রস্তুতি সভা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

প্রেস বিজ্ঞপ্তি : কাগতিয়া দরবার শরীফের মরহুম প্রতিষ্ঠাতার বার্ষিক ওরছ আগামী ৩ এপ্রিল বুধবার সকাল ৮ টা থেকে কাগতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২২ মার্চ বাদ আছর কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসায় চ‚ড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর খতম শরীফ, ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা শরীফ জিয়ারত, মিলাদ-কিয়াম, মোনাজাত, খতমে কোরআন, খতমে বোখারী ও তাহ্লীল। বাদ জোহর পবিত্র মিরাজুন্নবী (সা.) ও দরবারের প্রতিষ্ঠাতার জীবনী শীর্ষক আলোচনা। বাদ আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদ মাগরিব ফাতেহা শরীফ আদায়, ঈছালে ছওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে হুজুর পাক (সা.)’র বাতেনী নূর বিতরণ, জিকির ও তাবাররুক বিতরণ। বাদ এশা তাকরির, মিলাদ-কিয়াম, মোনাজাত। আখিরুল লাইল নামাজে তাহাজ্জুদ, জিক্রে জলী, দরূদ শরীফ ও মোনাজাত। ৪ এপ্রিল বাদ ফজর খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাত।
সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন তদারক পরিষদের আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, সহ-সচিব অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মোমেন, মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ