বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে চলতি উপজেলা নির্বাচন নিয়ে দায়িত্বে অবহেলা এবং সরকার দলীয় প্রার্থীর পক্ষ নেয়াসহ নানা অভিযোগে মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে মুক্তাগাছা থানা থেকে ক্লোজ করে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হাসান। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে ওই ওসিকে মুক্তাগাছা থানা থেকে সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে।
জানাযায়, গত ২২ মার্চ শুক্রবার আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ। এনিয়ে নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমথকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর হয় কয়েকটি দোকান। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের হলে ওসি আনারস প্রতীকের সমর্থকের মামলা না নিয়ে নৌকা সমর্থকের অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেন। ওই মামলায় ২৯ জন আনারস প্রতীকের কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫জনকে আসামী করা হয়। পরে পুলিশ ওই মামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী জামাল উদ্দিন বাদশা এবং আব্দুর রশিদ মেম্বারকে গ্রেফতার করে।
এ ঘটনায় পক্ষপাতমূলক আচরণের বেশ কিছু প্রমানসহ স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই আকন্দ ওসি আলী আহম্মেদ মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করে নির্বাচচন কমিশনে স্মারকলিপি দেয়। গত ২৫ মার্চ নির্বাচন কমিশনের তদন্ত টিম অভিযোগের সত্যতা পায়।
স্বতন্ত্র প্রার্থী অব্দুল হাই আকন্দ বলেন, নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নির্বাচনের বাকি প্রক্রিয়া গুলোতে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায়ে থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।