বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে স্থানীয় ছাত্রলীগ নেতার পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের একটি দোতলা ভবনে ওই শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
ঘটনার শিকার শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু ইউসুফ সাজিদ ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামারুজ্জামান সুমন।
ভুক্তভোগী আবু ইউসুফ সাজিদ বলেন, ‘আমি এবং সুমন বিনোদপুর বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় দুটি রুম ভাড়া নিয়ে টিউশনি করাই। সন্ধ্যায় হঠাৎ কয়েকজন যুবক এসে স্থানীয় ছাত্রলীগের বড় নেতা দাবি করে। এখানে মাদক ব্যবসা করা হয় অভিযোগ তুলে আমাকে মারধর শুরু করে, মারধরের একপর্যায়ে আমার মানিব্যাগ-মোবাইল কেড়ে নেয়। এরপর তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আমার সহকর্মীকে টাকা নিয়ে আসার জন্য ফোন করতে বলে। আমি আমার সহকর্মীকে ফোন করি।’
ভুক্তভোগীর সহকর্মী কামারুজ্জামান সুমন বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছালে এখানে মাদক ব্যবসা করা হয় বলে তারা (যুবকরা) আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তারা তাৎক্ষণিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আমাকে আটকিয়ে রেখে সাজিদকে টাকা আনতে নিচে পাঠায়।’
সাজিদ বলেন, ‘আমি দোতলা থেকে নিচে গিয়ে এক বড়ভাইকে জানাই। ওই বড়ভাই পুলিশকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের উপস্থিতি টের পেয়ে যুবকরা পালিয়ে যায়। যাওয়ার সময় দিনার নামের ওই নেতা একটি মোবাইল নম্বর দিয়ে যায় এবং টাকা এনে ওই নম্বরে যোগাযোগ করতে বলে। এখন আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় আমরা সাধারণ ডায়েরি (জিডি) করব।’
এদিকে ওই নম্বরে ফোন করে জানতে চাইলে দিনার নামে একজন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তাই বাসা থেকে বের হইনি। এসব মিথ্যা অভিযোগ।’
কোনো রাজনীতির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য।’
এ বিষয়ে মতিহার থানার ডিউটিরত উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সিদ্দিক হুসাইন সাংবাদিকদের বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এখন ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সাংবাদিকরা ঘটনাটি জানানো মাত্র আমি মতিহার থানা পুলিশকে অবহিত করি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।