Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজ শরিফ জামিনে মুক্ত : দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। চিকিৎসা সেবা নেয়ার জন্য গত মঙ্গলবার তাকে ছয় সপ্তাহের জামিন দেন আদালত। তবে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধান বিচারপতি আসিফ সৈয়দের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ চিকিৎসার জন্য নওয়াজ শরিফের করা জামিন আবেদন মঞ্জুর করেন। গত বছর সউদূ আরবে আজিজিয়া স্টিল মিলের দুর্নীতি মামলায় ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদন্ড দেন আদালত। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ বর্তমানে হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন।
নওয়াজের শারীরিক অবস্থার অবনতির কথা বলে গত মাসে তার জামিন চেয়ে আপিল করা হয়। কিন্তু আদালত তা খারিজ করে দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে জামিন পেলেন নওয়াজ শরিফ। গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কখেনোই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি।
পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে গত বছরের ১৩ জুলাই নওয়াজ ও তার মেয়ে মরিয়ম দেশে ফিরে আসলে বিমানবন্দর থেকেই তাদেরকে গ্রেফতার করে লাহোরের আদিয়ালা কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ জুলাই লন্ডনে থাকা অবস্থায় তার সাথে তার মেয়ে মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছরের ও জামাতা সফদরকে এক বছরের কারাদন্ড দেন দেশটির আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ