মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালিকানা নিয়ে বিরোধ থাকা গোলান মালভূমিকে ইসরাইলি ভূখন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নির্বাচনে জয়ী হতে সহায়তা করতে’ তিনি এ স্বীকৃতি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করেছিল ইসরাইল। সামরিক কৌশলগভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটিকে ইসরাইল ১৯৮১ সালে আইনিভাবে নিজেদের ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নিলেও বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয়নি। কিন্তু সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে নিয়ে ‘গোলান মালভূমি ইসরাইলি ভূখন্ড’ এই ঘোষণা দেওয়া স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। আনুষ্ঠানিক এই স্বীকৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র গোলান মালভূমির বিষয়ে তাদের কয়েক দশকের অনুসৃত নীতি থেকে সরে গেলো। সিএনএন, রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।