বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার মাঝগ্রাম পাবনা রেললাইনের পাশ থেকে একটি লাশ ও কবজি কাটা হাত ও উদ্ধার করেছে পুলিশ। এই রেল লাইনটি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বাঘহাসালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন । কবজি কাটা এই হাতটি পাবনা পলিটেকনিক ইনন্সিটিটিউট এলাকার আইনাল হক মাষ্টারের পুত্র এবং পাবনা পলিটেকনিকের ছাত্র মেহেদি হাসান সুমনের বলে সনাক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে রেল লাইনের ধারে গরু মহিষ চরানোর সময় রাখালরা এই কবজি কাটা হাতটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাইনের এক পাশ থেকে কবজি কাটা হাত এবং অপর পাশ থেকে দেহ উদ্ধার করে । ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ উদ্ধারের ঘটনাস্থল তাঁর থানা এলাকার মধ্যে। তবে যেহেতু রেল লাইনের কাছ থেকে লাশ ও হাত উদ্ধার করা হয়েছে ফলে জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব কোনো বিরোধের জের ধরে মেহেদি হাসান সুমনকে অন্যত্র হত্যার পর হন্তারকরা এটি ট্রেনে কাটা লাশ বলে চালিয়ে দিতে রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। প্রাথমিক সুরতহাল দেখে পুলিশ জানায়, রবিবার রাতের যে কোনো সময় ছাত্র মেহেদী হাসান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পাবনা ও ঈশ্বরদী পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। জিআরপি পুলিশও অনুসন্ধান করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।