Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেন বাদ পড়াদের আসর

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুস্তাফিজুর, সাকিব ছাড়া জাতীয় দলের সবাই খেলছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে। লীগের পুরো আলোই তাদের উপর। অথচ, হয়ে যাওয়া ৭ম রাউন্ড পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্সে ছড়ায়নি তেমন উজ্জ্বল্য। শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে নেই বর্তমান জাতীয় দলের কেউ। বোলিংয়ে সেখানে শীর্ষ ১০ এ আছেন জাতীয় দলের মাত্র ২ জন (জুবায়ের লিখন, আল আমিন)। আশ্চর্য হলেও সত্য, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরটি পরিণত হয়েছে বাদ পড়াদের আসরে! জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার সামছুর রহমান শুভ (৩৪৫ রান) ফেরার প্লাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন প্রিমিয়ার ডিভিশনকে। আর জাতীয় দলের বাইরে দীর্ঘদিন কাটানোয় নির্বাচকদের উপেক্ষার জবাব দিয়ে চলেছেন ব্রাদার্স ওপেনার শাহরিয়ার নাফিস (৩২১), তুষার ইমরান (২৯৩ রান), রকিবুল হাসান (২৭১ রান)। সেখানে বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মাহামুদুল্লাহ’র রান সবার উপরে (২৯৬)। সোহান (২৮২), মুশফিকুর (২৭৫), মিঠুন (২৭২), তামীম (২৭১), ইমরুল কায়েস (২৬২), মুমিনুল (২৫৬), নাসির (২৩১), সাব্বির রহমান রুম্মান (২২৫) গড়পড়তা ব্যাটিং করলেও হতাশ করেছেন সৌম্য সরকার (৭ ম্যাচে ১৫৩ রান, গড় ২১.৮৫)।
বোলিংয়েও সেই বাদ পড়াদের রাজত্ব। বাঁ হাতি স্পিনার এনামুল জুনিয়র (১৩ উইকেট),রাজ্জাক রাজ (১২ উইকেট)। হ্যাটট্রিক করে আলোচনায় উঠে এসেছেন মোহাম্মদ শরীফ (১০ উইকেট)। সেখানে জাতীয় দলের বোলারদের মধ্যে ২ জন ছাড়া (জুবায়ের ১৩ উইকেট, আল আমিন ১৩ উইকেট) বলার মতো পারফরমেন্স নেই কারো। আবু হায়দার রনি (১২ উইকেট), মাহামুদুল্লাহ (১১ উইকেট), পেলেও হতাশ করেছেন তাসকিন (৯ উইকেট)।
আশ্চর্য হলেও সত্য, জাতীয় দল থেকে বাদ পড়া নাইম ইসলাম (১৬৭ রান ও ৮ উইকেট) অলরাউন্ড পারফরমেন্সে এসেছেন আলোচনায়। হঠাৎ ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করে সোহরাওয়ার্দি শুভ (১৬৬ রান) দিয়েছেন চমকে। বিদেশীদের মধ্যে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের মাসাকাদজা (৪১৯ রান), শ্রীলংকার থেরাঙ্গা (৩৮৬ রান), বোলিংয়ে শ্রীলংকার চাতুরঙ্গা সিলভা (১৯ উইকেট) ছড়িয়েছেন দ্যুতি।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান আসরের আবিস্কার ভিক্টোরিয়ার আল আমিন জুনিয়র (৩৭৪ রান)। ৩২ বছরে এসে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন প্রাইম দোলেশ্বর ওপেনার ইমতিয়াজ তান্না (৪০৪ রান)। উদীয়মানদের মধ্যে এই প্রথম প্রিমিয়ার ডিভিশনে আলো ছড়াচ্ছেন ব্যাটিংয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সাইফ (৩৫০ রান), সালমান (৩০১ রান), নাজমুল হোসেন শান্ত (২৬২ রান)। বোলিংয়ে সেখানে প্রতিভার স্বাক্ষর রেখেছেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁ হাতি স্পিনার সালেহ আহমেদ শাওন (১২ উইকেট)। তবে শীর্ষ ১০ বোলারের মধ্যে ২ জন মোহামেডান স্পিনার নাইম ইসলাম জুনিয়র (১৩ উইকেট) এবং হাবিবুর রহমান জনি (১২ উইকেট) আলো ছড়িয়েও প্রশ্নবোধক বোলিং অ্যাকশনে নির্বাচকদের নজরে আসছেন না।

৭ম রাউন্ড শেষে শীর্ষ ১০
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
মাসাকাদজা (কলাবাগান কেসি) ৭ ৪১৯ ১১৫ ৫৯.৮৫ ২/১
ইমতিয়াজ তান্না (প্রাইম দোলেশ্বর) ৭ ৪০৪ ১০০* ৬৭.৩৩ ২/২
উপল থেরাঙ্গা (মোহামেডান) ৭ ৩৮৬ ৯০* ৭৭.২০ -/৪
এনামুল বিজয় (গাজী গ্রæপ) ৭ ৩৮৪ ১০০ ৬৪.০০ ১/৩
আল আমিন জুনি. (ভিক্টোরিয়া) ৭ ৩৭৪ ১০২ ৭৪.৮০ ১/৪
সাইফ হাসান (সিসিএস) ৭ ৩৫০ ১০০ ৫০.০০ ১/২
সামছুর শুভ (গাজী গ্রæপ) ৭ ৩৪৫ ৯৫* ৫৭.৫০ -/৪
শাহরিয়ার নাফিস (ব্রাদার্স) ৭ ৩২১ ৫৩.৫০ ৭৯.০৬ ১/১
সালমান হোসেন (সিসিএস) ৭ ৩০১ ১১০ ৪৩.০০ ১/২
আসিফ রাতুল (লিজেন্ডস) ৭ ২৯৬ ৮২ ৫৯.২০ -/৩

বোলার
ম্যাচ উই. সেরা গড় ইকো
চাতুরঙ্গা সিলভা (ভিক্টোরিয়া) ৭ ১৯ ৬/৩৫ ১৬.৩৬ ৪.৯১
জুবায়ের লিখন (আবাহনী) ৭ ১৩ ৬/৩৪ ১৯.৩০ ৫.৮১
নাইম ইসলাম জুুনি. (মোহামেডান) ৭ ১৩ ৪/৩৮ ২১.৭৬ ৪.৬২
এনামুল জুনি. (মোহামেডান) ৭ ১৩ ৪/২৬ ২১.৯৬ ৪.৫১
আল আমিন (প্রাইম দোলেশ্বর) ৭ ১৩ ৩/৩৪ ২২.৫৩ ৪.৯৬
কামরুল রাব্বী (ভিক্টোরিয়া) ৭ ১৩ ৪/৫৪ ২৮.৭৬ ৫.৮৪
হাবিবুর জনি (মোহামেডান) ৭ ১২ ৩/২৬ ১৭.৮৩ ৩.৩২
অলক কাপালী (গাজী গ্রæপ) ৭ ১২ ৫/৪৪ ১৮.৪৪ ৪.৬০
শাওন গাজী (সিসিএস) ৭ ১২ ৪/১৫ ২২.৪১ ৪.৮০
আবদুর রাজ্জাক (কলাবাগান কেসি) ৭ ১২ ৪/৩২ ২২.৭৫ ৪.৪২

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যেন বাদ পড়াদের আসর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ