Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীরে এসে তরী ডুবল গাজী গ্রুপের

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:২০ পিএম, ১৯ মে, ২০১৬

বিশেষ সংবাদদাতা : গত পরশু আর ২৩টি বল খেলা হলেই হাসিমুখে টেন্টে ফিরতে পারতো গাজী গ্রæপ। ডাকওয়ার্থ-লুইস মেথডের কঠিন সমীকরন মিলিয়ে সেভাবেই এগুচ্ছিল দলটি। তবে দিনে দ্বিতীয় দফার বৃষ্টি বাধ সেধেছে গাজী গ্রæপের সেই লক্ষ্য পূরণে। রিজার্ড ডে তে গড়ানো ম্যাচে গতকাল ১৩১ বলে ১১৩ রানের টার্গেটের প্রায় কাছাকাছি চলে এসেছিল তারা। তবে তীরে এসে তরী ডুবেছে দলটির। গাজী গ্রæপকে স্বপ্ন দেখানো মিডল অর্ডার ফরহাদ হোসেন (৪৯ বলে ৬ বাউন্ডারিতে ৫৩) শেষ পর্যন্ত খলনায়কের আবির্ভূত হয়েছেন। শেষ ১২ বলে জয়ের জন্য দরকার যখন ২৩, তখনো স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন ফরহাদ। ৩৭ তম ওভারে শফিউলকে ২টি বাউন্ডারিসহ ১৩ রান নিয়ে দলের জয়ের পথটা করেছিলেন প্রশস্ত। শেষ ৬ বলে ১০ রানের লক্ষ্যটা অবশ্য কঠিন করে দিয়েছেন শেখ জামাল অধিনায়ক মাহামুদুল্লাহÑপ্রথম ৪ বলে ৫ রানের বেশি তিনি খরচ না করায় শেষ ২ বলে জয়ের জন্য ৫ রানের টার্গেট দাঁড়িয়েছিল গাজী গ্রæপের। শেষ ২ বলে জয়ের জন্য যখন প্রয়োজন ৫ রান, তখন মাহামুদুল্লাকে চড়াও হয়ে খেলতে যেয়ে ভুলটা করেছেন ফরহাদ। হাফ পীচে এসে খেলতে যেয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ভাসিয়েছেন উৎসবে! হাতের মুঠোয় থাকা ম্যাচ ৪ রানে হেরে গেছে গাজী গ্রæপ তার ভুলে।
দিনের শুরুতে গাজী গ্রæপকে হতাশ করেছেন অধিনায়ক অলক কাপালী। দ্বিতীয় ওভারে বাঁ হাতি স্পিনার ওয়াহিদুলের বলে স্ট্যাম্পিংয়ে তার কাঁটা পড়ার মধ্য দিয়ে বিপর্যয় শুরু গাজী গ্রæপের। ফিফটি করে (৫৩) বিজয়ের ফিরে যাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে। বিজয়কে কট বিহাইন্ডের শিকারে পরিনত করে নাটকীয়ভাবে ম্যাচের মোড় দিয়েছেন ঘুরিয়ে শেখ জামাল পেসার মোক্তার আলী। তার বিধ্বংসী এক স্পেলেই (৮-০-৩৭-৪) ম্যাচে ফিরেছে শেখ জামাল। ৭ম উইকেট জুটিতে ৩৪ রানে ম্যাচটিতে গাজী গ্রæপ স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত মøান হয়েছে আগের দিন শরীফের হ্যাটট্রিক (৪/৪৩)। শেখ জামালের নাটকীয় জয়ে ম্যাচ উইনার মোক্তার আলীতে মøান শরীফ। আবাহনীর বিপক্ষে যে ভেন্যুতে শেষ বলে তাসকিনকে ছক্কায় হাসিয়েছেন শেখ জামালকে, সেই একই ভেন্যুতে গাজী গ্রæপকে হতাশায় ডোবালেন মোক্তার আলী বোলিংয়ে !
এই জয়ে সুপার লীগৈর লড়াইটি জমিয়ে তুলেছে শেখ জামাল। ৭ম ম্যাচে এটি তাদের ৪র্থ জয়। অন্যদিকে সম সংখ্যক ম্যাচে তৃতীয় হার গাজী গ্রæপের।


৭ম রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
ক্লাব ম্যাচ জয় টাই হার পয়েন্ট নে.রা.রে
মোহামেডান ৭ ৫ - ২ ১০ +০.৫১০
প্রাইম দোলেশ্বর ৭ ৫ - ২ ১০ +০.৪০৮
ভিক্টোরিয়া ৭ ৪ ১ ২ ৯ +০.০৮৮
লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ ৪ ১ ২ ৯ Ñ০.০০৮
গাজী গ্রæপ ৭ ৪ - ৩ ৮ +০.৫০৪
প্রাইম ব্যাংক ৭ ৪ - ৩ ৮ +০.৩০৭
ব্রাদার্স ৭ ৪ - ৩ ৮ -০.০৪৭
শেখ জামাল ৭ ৪ - ৩ ৮ Ñ০.০৪৭
আবাহনী ৭ ৩ - ৪ ৬ +০.১৩৭
কলাবাগান ক্রীড়াচক্র ৭ ২ - ৫ ৪ -০.৩৭৫
সিসিএস ৭ ১ - ৬ ২ Ñ০.৭৩১
কলাবাগান একাডেমী ৭ ১ - ৬ ২ Ñ০.৭৩২

 


শেখ জামাল-গাজী গ্রুপ
শেখ জামাল : ১৬৮/৯ (৩৮.০ ওভারে), জয়রাজ ২৮, আবদুল্লাহ আল মামুন ৬৯, মার্শাল আইয়ুব ৬, মাহামুদুল্লাহ ৩০, সাইদ আনোয়ার জুনি. ২/২৭, শরীফ ৪/৪৩, মুস্তাফিজুর ১/৫।
গাজী গ্রæপ : (টার্গেট ৩৮ ওভারে ১৯৬) ১৯১/১০, ৩৭.৫ ওভারে (আগের দিন ৮৩/৩, ১৬.১ ওভারে, এনামুল বিজয় ৩৬ ব্যাটিং, সামছুর রহমান শুভ ১৯, কাপালী ১৪ ব্যাটিং, আরাফাত সানি ২/২৭), এনামুল বিজয় ৫৩, সামছুর শুভ ১৯, মেহেদী ৫, সাইদ আনোয়ার জুনি.৫, কাপালী ১৬, ফরহাদ ৫৩, মইনুল ২, ফারুক ২২, শরীফ ২, দেলোয়ার ২, দেলোয়ার ২, মুস্তাফিজুর ৫*, শফিউল ১/৫৪, আরাফাত সানি ২/২৫, ওয়াহিদুল ২/২৪, মাহামুদুল্লাহ ১/১৭, মোক্তার আলী ৪/৩৭।
ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে শেখ জামাল ৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোক্তার আলী (শেখ জামাল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তীরে এসে তরী ডুবল গাজী গ্রুপের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ