Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেফতার

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

টঙ্গীতে যুবলীগ কর্মী শিমুল হত্যা মামলার আসামি মেহেদী খানকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানা তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শিমুল হত্যা মামলার আসামী মেহেদী খানকে গত শনিবার রাতে টঙ্গীর বেক্সিমকো এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেহেদী হত্যাসহ একাধিক মামলার আসামী। তিনি আরো জানান, রোববার বিকেলে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় গত ২৩ জানুয়ারী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও স্থানীয় আ.লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী শিমুল নিহত হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, নিহত শিমুল আ.লীগ নেতা সাবেক টঙ্গী পৌরসভার কাউন্সিলর সেলিম হোসেনের লোকজনের হামলায় নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ