Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহতদের পরিবারের জন্য সউদী প্রিন্সের অনুদান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ৭:৪৫ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের জন্য ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সউদী আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল। সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছিলেন ৫০জন। তাদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন। খবর দ্য সিয়াসাত ডেইলি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে জুড়ে প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের ব্যবসা বিস্তৃত। তিনি দেশটির নির্মাণ প্রতিষ্ঠানের ৯৫ শতাংশ শেয়ারের মালিক যার বাকি ৫% সউদী সরকারের মালিকানাধীন। তার মালিকানায় থাকা বিখ্যাত প্রতিষ্ঠানগুলো হলো, রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান ‘লিফট’, সোশ্যাল মিডিয়া টুইটার, বাণিজ্য প্রতিষ্ঠান সিটিগ্রুপ, হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ফোর সিজন হোটেল ও রিসর্ট, প্যারিস ও লন্ডনের পাঁচ তারকা হোটেল জর্জ ফাইফ এবং স্যাভয়।
উল্লেখ্য, গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গবাদি সন্ত্রাসী বন্দুক হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। এ ঘটনার মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়। গত শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী প্রিন্সের অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ