পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিনিয়োগ শিক্ষা ও উদ্যোক্তা কনফারেন্স বিষয়ে আগামীকাল সোমবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলন করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ২৮ মার্চ ঢাকায় এবং ৩০ মার্চ চট্টগ্রামে বিনিয়োগকারী ও উদ্যোক্তা শিক্ষা কনফারেন্স করবে বিএসইসি। এ সম্পর্কিত বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। সংবাদ সম্মেলনটি সোমবার দুপুর ১২টায় বিএসইসির মাল্টিপরপাস হলে (কমিশন ভবন, ৩য় তলা) অনুষ্ঠিত হবে।
আগামি ২৮ মার্চ ঢাকায় এবং ৩০ মার্চ চট্টগ্রামে বিভাগীয় কনফারেন্স হবে। ঢাকায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।