বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মণিরামপুরে পানিতে ডুবে মৃত দাখিল পরীক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান রোববার বিকালে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী। তিনি মাদ্রাসা ছাত্রীর কবর জিয়ারত করেন এবং পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. এ, আর, সিদ্দিকী ও জেলা জমিয়তের সভাপতি মাওলানা নূরুল ইসলাম।
জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিবসহ নেতৃবৃন্দ মণিরামপুরে পৌঁছুলে উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মহসিন আলীসহ মণিরামপুরের ১৭টি মাদ্রাসার প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
উল্লেখ্য, অতিসম্প্রতি বাওড় পার হওয়ার সময় মণিরামপুরের পার খাজুরা গ্রামের আব্দুর রশীদের কণ্যা পারখাজুরা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মৌসুমী খাতুন পানিতে ডুবে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।