Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১:৪২ পিএম

বগুড়ার মাঝিড়া সেনানিবাসের ডিভিশন ফুটবল মাঠে বগুড়া এরিয়া আয়োজিত সপ্তাহব্যাপী ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০১৯’ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: সাইফুল ইসলাম, এসইউপি, এডব্লিউসি, পিএসপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সমরাস্ত্রগুলো পরিদর্শন করেন। এ সময় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ছাড়াও বগুড়া এরিয়ার উর্ধতন সামরিক ও অসামরিক উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অত্র গ্যারিসনের আর্মার কোর সেন্টার অ্যান্ড স্কুলের বাদকদল সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজকরা জানান, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২৪ মার্চ বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, সর্বসাধারণের জন্য ২৫-৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার, সেনানিবাস্থ স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ৩১ মার্চ বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ