Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজের নতুন ইনিংস

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৮ এএম

শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলেছেন জাতীয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্রী সামিয়া পারভীন শিমু। সম্পর্কে মুস্তাফিজের মামাতো বোন। তা কাটার মাস্টারের বিয়ের দেনমোহর কত ছিলো এ নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে।

জানা যায়, গত শুক্রবার বেলা আড়াইটায় ২৫ জনের বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মুস্তাফিজ। এ সময় তার গায়ে ছিলো জাঁকালো শেরওয়ানি। তবে কোনো পাগড়ী পড়েননি। হেঁটেই বিয়ের মঞ্চে আসন গ্রহণ করেন মুস্তাফিজ। এরপর নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আবুল বাশার ৫ লাখ ১ টাকা দেনমোহরে তার ও সামিয়া পারভীন শিমুর বিয়ে পড়ান। পরিবারের লোকজন জানালেন- একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে শেষ করা হয়েছে এ বিয়ে। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।



 

Show all comments
  • Rasel Majondar ২৪ মার্চ, ২০১৯, ৩:৪১ এএম says : 0
    শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ