Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া মাদরাসার ৮৭তম সালানা জলসা

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৮ এএম

রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, বলেন, রাউজানের প্রায় বাইশটি কামিল মাদরাসা রয়েছে কাগতিয়া মাদরাসায় এসে যা দেখলাম এতে আমি অভিভ‚ত এ মাদরাসার সাথে অন্য কোন মাদরাসার তুলনা হয় না যে কোন মাদরাসার চেয়ে এ মাদরাসা অনেত এগিয়ে। এ মাদরাসায় অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিশ^মানের গ্রন্থাগার, আর্ন্তজাতিক মানের সম্মেলন কক্ষ রয়েছে যা অন্য কোন প্রতিষ্ঠানে আমার চোখে পড়েনি। এই মাদরাসাক যেভাবে পরিচালিত হচ্ছে একদিন বিশে্বর বুকে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসায় পরিণত হবে। মন্ত্রী গতকাল শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার ৮৭তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন স›দ্বীপ সরকারি কলেজের অধ্যাপক ড. মো. ফজলুল করিম, গাছবাড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, ১১ নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বি.এ.), মুহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি), ইউপি চেয়াম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দীন খান, জমির উদ্দীন পারভেজ, কামরুল ইসলাম বাহাদুর, ইরফানুল চৌধুরী প্রমুখ। এছাড়া রাউজান আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী। -প্রেস-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ