মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের জাতীয় দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাকে স্বাগত জানিয়ে তাকে পাল্টা ধন্যবাদ জানান ইমরান খানও। চির প্রতিদ্ব›দ্বী দুই দেশের মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় একেবারে বন্ধ না হলেও সাম্প্রতিক সময়ে বিরল তো অবশ্যই। খবর এনডিটিভি।
গতকাল ২৩ মার্চ ছিল পাকিস্তানের গণতান্ত্রিক দিবস। ১৯৪০ সালের এদিনে লাহোর প্রস্তাব পেশ করা হয়। এই দিনটি পাকিস্তানে জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এ বিশেষ দিনে ক‚টনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।
শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে লেখেন, ‘পাকিস্তানের জাতীয় দিবসে ওই দেশের সকল নাগরিককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপমহাদেশের মানুষদের এই মুহূর্তে উচিত গণতন্ত্র বাঁচাতে এবং শান্তি ও উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা।’ একই সঙ্গে সন্ত্রাস ও হিংসা মোকাবিলায় এ অঞ্চলের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান মোদি।
ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তিনিও টুইট করে তার প্রতিক্রিয়া জানান। তিনি টুইটারে লিখেন, আমাদের দেশবাসীর প্রতি ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা পাকিস্তান দিবস পালন করছি।
টুইটারে তিনি আরো বলেন, একই সাথে আমি বিশ্বাস করি, ভারতের সাথে কার্যকর একটি আলোচনায় বসার এটাই সময় যাতে দুই দেশের বিবদমান সকল ইস্যুতে সমাধান আসে। বিশেষ করে কাশ্মির সমস্যার সমাধান করে শান্তি এবং উন্নতির পথে এই দুই দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।