Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আরো ৫শ’ বিমানবন্দর নির্মাণ করবে চীন

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০২০ সালের মধ্যে আরও ৫শ’ বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে চীন। বেসামরিক বিমান পরিবহন শিল্পের বাজার ১৫৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থ বাণিজ্যে ইতোমধ্যে বিশ্বের আর সব দেশকে ছাড়িয়ে গেছে তারা। প্রতি বছর বিশ্বের লাখো মানুষ যাতায়াত করছে চীনে। বেইজিং বিমানবন্দর এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি। বিমান শিল্পে আরও ১৫৩ বিলিয়ন ডলারের বাজার তৈরির জন্য এই পরিকল্পনা নিয়েছে দেশটি। চীনের মন্ত্রীসভায় গৃহীত এক প্রস্তাবনা মতে, ২০২০ সালের মধ্যে দেশটির কৃষি ও বনাঞ্চল, বাণিজ্য অঞ্চলসহ পর্যটন অঞ্চলের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ৫০০ বিমানবন্দর তৈরি করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, শুধুমাত্র বিমানবন্দর বাড়ানোই না, হেলিকপ্টার ও প্রাইভেট জেট বিমানের পাশপাশি বাণিজ্যিক বিমানের সংখ্যাও ৫ হাজারের বেশি বৃদ্ধি করা হবে। এমনকি বার্ষিক বিমান ওড়ার সময়সীমা ২০ লাখ ঘণ্টা বাড়ানো হবে। বর্তমানে চীনে বিমানশিল্পে জোয়ার চলছে। ২০১৫ সালের সর্বশেষ তথ্য অনুসারে, চীনে ৩শ’ বিমানবন্দর রয়েছে, ২৮১টি কোম্পানি এবং এক হাজার ৮শ’ ৭৪টি বিমান রয়েছে। বছরে তাদের মোট ওড়ার সময়সীমা পৌঁছেছে ৭ লাখ ৩২ হাজার ঘণ্টা। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরো ৫শ’ বিমানবন্দর নির্মাণ করবে চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ