বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মনিরউজ্জামান নৌকা প্রতীক ও স্বতন্ত প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন ব্যবসায়ী সহ উভপক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা হলো মোঃ নান্নু হাওলাদার (৩৫), মোঃ রুবেল খান (২৭), মোজ্জামেল খান (৬০), আঃ রহমান (৪৫), মোঃ মিঠু (২৩) ও ব্যবসায়ী মনিমন্ডল (৪৬)। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান হয়। এছাড়াও দুপুর ২টায় উপজেলার বাইপাসমোড় এলাকায় আনারস নৌকার সমর্থক মধ্যে সংঘর্ষের ঘটনায় মোঃ আমিনুল ইসলাম সোনা মৃধা (৪৬) ও মোঃ পলাশ হাওলাদার (৩৭) আহত হয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।