Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটারে পর্নস্টারদের ফলো করেন ওবামা

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিজে হাতে সোশাল মিডিয়ায় কোনও পোস্ট করেন না তিনি। তার টুইটার অ্যাকাউন্টে কতজন ফলোয়ার আছেন বা তিনি নিজে কতজনকে ফলো করছেন তাও হয়তো জানেন না। তবুও, এই টুইটার অ্যাকাউন্ট নিয়েই এবার খবরের শিরনামে এসেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি নাকি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকজন ‘নামি-দামি’ পর্নস্টারকে ফলো করেন! যাদের ফলো করা রয়েছে তাদের মধ্যে জোয়ানা অ্যাঞ্জেল, নিক্কি বেঞ্জ, অ্যাশলে স্টিল অন্যতম। আর তারা নাকি বেশ কিছুকাল ধরেই রয়েছেন তার অ্যাকাউন্টে। বিশ্বজুড়ে ওবামার টুইটার অ্যাকাউন্টে প্রায় সাড়ে সাত কোটি ফলোয়ার রয়েছেন। তিনিও ফলো করেন ৬ লাখ ৩৬ হাজার অ্যাকাউন্ট। তবে, সেই অ্যাকাউন্ট প্রতি মুহূর্তে আপডেট রাখে ওবামার সোশাল মিডিয়ার টিম অর্গানাইজিং ফর অ্যাকশন। তবে, ঠিক কী কারণে ওবামার টুইটার অ্যাকাউন্টে এক ঝাঁক পর্নস্টারকে রাখা হয়েছে তা নিয়ে হোয়াইট হাউজ সূত্রে কিছু জানা যায়নি। যদিও, মনে করা হচ্ছে টুইটারের ‘অটো ফলো’ অপশনের কারণেই এই কীর্তি ঘটে থাকতে পারে। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুইটারে পর্নস্টারদের ফলো করেন ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ