Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরাকের প্রত্যন্ত শহর রুতবা আইএসের দখলমুক্ত ঘোষণা

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত শহর রুতবা ইসলামিক স্টেটের (আইএস) দখলমুক্ত হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বিবিসি বলছে, ইরাকের সন্ত্রাস-বিরোধী সেনাদল আইএসের দখলমুক্ত শহরটির কেন্দ্রস্থলে ইরাকি পতাকা উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন আবাদি। রুতবা পুনর্দখলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা সমর্থন দিয়ে ইরাকি সেনাদলকে সহায়তা করে। জর্ডানগামী মহাসড়কের পাশে অবস্থিত ছোট শহর রুতবা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন। সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে শহরটিতে ঘাঁটি গেড়ে থাকা প্রায় ২০০ আইএস যোদ্ধা তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে জানিয়েছেন তিনি। খোলাখুলি বললে, আমাদের বাহিনীকে আসতে দেখেই বহু শত্রু পালাতে শুরু করে, বলেন তিনি। রুতবা হারিয়ে আইএস একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হারালো, বলে মন্তব্য করেন কর্নেল ওয়ারেন। ছোট হলেও এই শহরটি ইরাক ও জর্ডান উভয় দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে জানান তিনি।
রুতবার কাছেই আইএস নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়াও যাওয়া যায়। এই শহরটির ঘাঁটিটি উত্তর ও পূর্ব ইরাকে হামলা চালানোর কাজে ব্যবহার করতো জেহাদিরা। রাজধানী বাগদাদ থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটি সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে ইরাকি সরকারি বাহিনীর পাওয়া সর্বশেষ সাফল্য। এর আগে গেল মাসে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সহায়তায় সরকারি বাহিনী হিট টাউন আইএসের দখলমুক্ত করে। তারও আগে ফেব্রুয়ারিতে আনবার প্রদেশের রাজধানী রামাদি আইএসের সম্পূর্ণ দখলমুক্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। জোট বাহিনীর হিসাবে দুই বছর আগে ইরাক ও সিরিয়ায় আইএস যে পরিমাণ ভূখ- দখল করে নিয়েছিল ইতিমধ্যে তার ৩০ থেকে ৩৫ শতাংশ অংশ হারিয়েছে এই গোষ্ঠীটি। এভাবে দিন দিন নিজেদের সীমা সঙ্কুচিত হয়ে আসতে দেখে আইএস বেসামরিক এলাকাগুলোতে আত্মঘাতী বোমা হামলা বাড়িয়ে দিয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর। গেল এক সপ্তাহে বাগদাদ ও এর আশপাশের এলাকাগুলোতে আইএসের ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকের প্রত্যন্ত শহর রুতবা আইএসের দখলমুক্ত ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ