মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে। খবর দি ডন ও এএফপি।
হোয়াইট হাউসে গত বুধবার সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আকস্মিক ঘোষণা দেন ট্রাম্প। সাংবাদিক তাকে পাকিস্তান-ভারতের মধ্যে বর্তমান সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি ওই কথা বলেন। ট্রাম্প বলেন, আমরা দেশটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসব। আমি মনে করি, আমাদের সম্পর্ক বর্তমানে ভালোই যাচ্ছে।
ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন এক সিনিয়র মার্কিন কর্মকর্তা পাকিস্তান-ভারতের সম্পর্ক নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ভারতে আরেকটি সন্ত্রাসী হামলা হলে তা পাকিস্তানের জন্য ব্যাপক সমস্যাপূর্ণ হবে। এতে উত্তেজনা নতুন করে বাড়বে।
নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান-ভারত অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। উভয় দেশ তাদের বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কতার মধ্যে রেখেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন হল।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আধাসামরিক বাহিনীর ওপর এক আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হয়। এ নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।