Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় শিশুকে বলৎকার করায় যুবকের ১০ বছরের কারাদন্ড

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৬:০৯ পিএম

শিশুকে বলৎকার করার দায়ে এক যুবকের ১০ বছরের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন, পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত(১) এর বিজ্ঞ বিচারক মো: রুস্তম আলী । দন্ডপ্রাপ্ত হলেন, শামীম হোসেন(২০), পিতা- ইজিবর, পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়ার বাসিন্দা। বিজ্ঞ বিচারক জনাকীর্ণ আদালতে বুধবার বিকালে এই দন্ডাদেশ ঘোষণা করেন। মামলার সূত্রে জানা যায়, বিগত ২০১৬ সালে ঐ উপজেলার একই এলাকার এক শিশুকে ফুঁসলিয়ে বলৎকার করা হয়। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণে শামীম দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবী জাফর আলতাফ হোসেন উচ্চ আদালতে আপীল করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ