Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন একটি ফিল্মও ভাল আয় করতে পারেনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

গত শুক্রবার বলিউডে নির্মিত ‘মিলন টকিজ’, ‘টোয়েন্টিটু ইয়ার্ডস’, ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’, ‘কোড বøু তালাক’, ‘শর্মা জি কি লাগ গেয়ি’, ‘ফোটোগ্রাফ’ এবং ‘হামিদ’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘মিলন টকিজ’, ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’, ‘ফোটোগ্রাফ’ এবং ‘হামিদ’ ফিল্ম চারটি হয় কিছুটা আয়ের মুখ দেখেছে নয়তো উলে­খযোগ্য প্রশংসা পেয়েছে। রিতেশ বাত্রা পরিচালিত ড্রামা ফিল্ম ‘ফোটোগ্রাফ’-এ অভিনয় করেছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকি, সানিয়া মালহোত্রা, ফররুখ জাফর, আবদুল কাদির আমিন, সচীন খেদেকার, গীতাঞ্জলী কুলকার্নি এবং আকাশ সিনহা। ফিল্মটি ২৫ লাখ রুপি দিয়ে যাত্রা শুরু করে সোমবার পর্যন্ত আয় করেছে ১.১ কোটি রুপি। নেওয়াজউদ্দিন এবং সানিয়ার অভিনয় আর পরিচালনা প্রশংসা পেয়েছে। আইজাজ খান পরিচালিত ড্রামা ফিল্ম ‘হামিদ’-এ অভিনয় করেছেন তালহা আরশাদ রেশি, বিকাশ কুমার এবং রসিকা দুগগাল। চলচ্চিত্রটি সোমবার পর্যন্ত আয়ে কোটি রুপি ছাড়িয়ে যেতে পারেনি তবে প্রশংসা পা”েছ প্রচুর। ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’, ‘শর্মা জি কি লাগ গেয়ি’, ‘মিলন টকিজ’, ‘টোয়েন্টিটু ইয়ার্ডস’, এবং ‘কোড বøু তালাক’ ফিল্মগুলোর মধ্যে প্রথম তিনটি কিছুটা আলোচনায় এসেছে তবে আয় সোমবার পর্যন্ত ৫০ লাখ রুপি ছাড়িয়েছে কী ছাড়ায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ