Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমার মেয়েরে ফিরাইয়া দাও’

সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কর্মব্যস্ত দিনের শুরুতে ঘরে সবার মধ্যে বের হওয়ার তাড়া। তবে পরিবারের এ ব্যস্ততার মধ্যেও মায়ের হাত দুটো ব্যস্ত মেয়ে নিপাকে নিয়ে। একমাত্র মেয়ে বলে আদরের পরিমাণ টা তাই বেশি। ক্লাসের প্রথম ব্যাঞ্চ যে তার দখলে রাখা চাই। বাবা রফিকুল ইসলাম মেয়েকে নিয়ে স্কুল ভ্যানের কাছে আসেন উঠিয়ে দেয়ার জন্য। মেয়ে হাসিমাখা মুখে স্কুলের যাওয়ার পথের দিকে চেয়ে বাবা বুনছিলেন স্বপ্নের বুনন। অনেক বড় হবে যে তার মেয়ে। তবে তিনি জানতেন না বুননকৃত স্বপ্ন দুঃস্বপ্ন হতে সময় নেবে না খুব বেশিক্ষণ। স্কুল ভ্যানটি বেনাপোল -যশোর জাতীয় সড়কের নাভারন এলাকায় পৌছুলে পল্লী­ বিদ্যুত সমিতির পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় নিপাসহ একই শ্রেণীর আরো দুই ছাত্রীর। এতে বাম পা কেটে ফেলতে হয় নিপার। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পিক আপ ভ্যানে অগ্নি সংযোগ করে টায়ার জ্বালিয়ে বেনাপোল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে অবরোধাকারী বিচারের আশ্বাস দিলে আবরোধ তুলে নেয়।
এছাড়া নাটোরের বড়াইগ্রামে উরস যাওয়ার পথে ২ জন, গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী, সিরাজগঞ্জে দুই বাস সংঘর্ষে ৩ জন, সুন্দরগঞ্জে ট্রাকের চাকায় স্কুল ছাত্রীসহ মাগুরায় ১ ব্যাক্তি নিহত এবং আহত হয় ৩০ জন। তবে আহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও শহরের মোহাম্মদপাড়ার কামরুল চৌধুরীর ছেলে কলেজ ছাত্র তানভীর চৌধুরী রকি (১৯)।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রেন গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে রাত সাড়ে ১১ টার দিকে যাত্রী নামিয়ে দিয়ে গোপালগঞ্জ রেলস্টেশনে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র সহ তিন যুবক নিহত হন।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান। তিনি বলেন, হানিফ পরিবহনের বিপরীতমুখী দুটি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, গতকাল সকাল ৬ টার দিকে মাগুরা বাস টার্মিনাল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী তিন নং ব্রিজে এক বৃদ্ধকে একটি। পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। অজ্ঞাত এ বৃদ্ধকে স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে দুইজন নিহত ও কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা পাবনা পাড়ার জুলু প্রামাণিকের ছেলে জরিপ আলী (২৩) ও এর আগে রাতে রাজশাহী নেয়ার পথে একই গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি আহম্মেদ (২০) মারা যান।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমী আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের সুন্দরগঞ্জ- বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (জানেরপাড়) গ্রামের আব্দুল গণির মেয়ে সুমি আক্তার বান্ধবী শাহানাজ আক্তারকে সাথে নিয়ে একই বাইসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। তারা সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজের নিকট পৌছা মাত্র পিছন দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুমী আক্তারের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ