Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গসিপ নিউজ নিয়ে মন্তব্য করে মানুষকে বিনোদিত করার ইচ্ছা আমার নেই : মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলা ও কলকাতার প্রযোজক-পরিচালক সৃজিত মুখার্জীর মধ্যকার প্রেম-রোমাঞ্চ এমনকি বিয়ে নিয়ে গত কিছুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। ভারতের এক পত্রিকায় তাদের এ সম্পর্ক নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে মুখরোচক আলোচনা। তবে মিথিলা ও সৃজিত তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছেন। সৃজিত মুখার্জী বলেন, আমি বিয়ে স¤পর্কিত প্রকাশিত খবরগুলো পড়েছি। আমাদের নিয়ে নানান জল্পনা কল্পনা করা হচ্ছে। এসব নতুন কিছু না। পাবলিক ফিগারদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তিনি এসব গুজব এড়িয়ে যাওয়ার অনুরোধ করে বলেন, এসব নিউজ না করে বরং মিউজিক ভিডিওর নিউজ করা উচিত। কারণ অনেক দিন পর অর্ণব গান নিয়ে ফিরছেন। আর মিথিলা তাতে অভিনয় করছেন। ভিডিওর কাজ শেষে দেশে ফিরেছেন মিথিলা। এ প্রসঙ্গে কথা বলতে চাইলে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছুটা বিরক্ত হয়ে বলেন, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজনীয়তা অনুভব করছি না। আমার কাজ নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত। তাছাড়া এ ধরনের গসিপ নিউজে মন্তব্য করে মানুষকে বিনোদিত করার ইচ্ছা আমার নেই। উল্লেখ্য, এর আগে সৃজিত মুখার্জীর সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে প্রেমের খবর চাউর হয়েছিল। এমনকি কলকাতায় তারা একসাথে থাকছেন, এ খবরও রটেছিল। পরবর্তীতে জয়ার সঙ্গে তার স¤পর্ক ভালো খারাপ হয়ে গেলে তারা আলাদা হয়ে যান। এদিকে কলকালকাতার সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে কলকাতা গিয়েছিলেন মিথিলা। সেখানে এক সেলফিতে ধরা দেন সৃজিত ও মিথিলা। সেই সেলফির কারণে তাদের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জণ ছড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথিলা

৬ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ