Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিথর মাহবুবের মাইম প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

চারটি মাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন মূকাভিনেতা নিথর মাহবুব। ২৩ মার্চ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শিশুপ্রভিা বিকাশ কেন্দ্রের আয়োজনে শিশু-কিশুরদের জন্য মূকাভিনয় পরিবেশন করবেন তিনি। এছাড়া ৫, ৮, ১১ এপ্রিল প্রতিদিন বিকেলে পদাতিক টিএসসির আয়োজিত নাট্য উৎসবে তিনি মাহবুব মাইম পরিবেশন করবেন। প্রতিটি প্রদর্শনী হবে তার দল মাইম আর্ট এর ব্যানারে। দলের অন্যান্য সদস্যরাও প্রদর্শনিগুলোতে নিথর মাহবুববের সঙ্গে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। নিথর মাহবুব বলেন, মাইমের চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে, সামনে আরো বাড়বে এবং এটি একটি পেশাদার শিল্প মাধ্যমে পরিণত হবে আশা করছি। তাই যারা নতুন মাইম শিখছেন তাদের উদ্দেশ্যে বলব তারা যেন জেনেশুনে সঠিক জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করেন। আজকাল ইউটিউবে ফেসবুকে দেখছি অদক্ষ এবং ভুল প্রশিক্ষণ প্রাপ্ত অনেক নতুনদের মাইমের ভিডিও। বাংলাদেশে দীর্ঘদিন শিল্পটির চর্চা বন্ধ ছিল বলে এই মাধ্যমে শিল্পী বা প্রশিক্ষক তৈরি হয়নি বললেই চলে। তাই সঠিকভাবে মাইম শেখার জায়গাও কম। বিশ ত্রিশ বছর আগে কখন কোথায় মাইমের কর্মশালা করেছিলেন বা থিয়েটারের কর্মশালা করতে গিয়ে দুই একটা মাইমের ক্লাশ দেখেছিলেন তারাও অনেকে নিজেদের মাইম শিল্পী দাবি করছেন, অনেকে আবার প্রশিক্ষণেরও আয়োজন করছেন। এদের কাছে ভুল শিক্ষা গ্রহণ করে প্রফেশনাল বা ভাল মাইম শিল্পী হওয়া যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ