বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১৯ মার্চ বিকালে জনাকীর্ণ আদালতে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড রায় ঘোষণা করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সালমা খাতুন এই রায় প্রদান করেন। দন্ডিতরা হলেন, পাবনার সুজানগর উপজেলার খয়রান এলাকার আফাজ উদ্দিন মন্ডলের পুত্র হোসেন, একই এলাকার আকবর আলী মল্লিকের পুত্র সাইদুল ইসলাম ও মাবুদ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০০৭ সালের ১৫ জুলাই কিশোর ইলিয়াস (১৩) হত্যা মামলায় দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, পিপি অ্যাডভোকেট জাহিদ রানা এবং আসামী পক্ষে আইনী লড়াইয়ে ছিলেন প্রবীন আইনজীবী অ্যাডভেকেট আলহাজ্ব গোলাম হাসনায়েন । আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন আসামী পক্ষের আইনজীবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।