বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে স্ত্রীর হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত স্বামীর নাম সুরুজ আলী। সে জেলার ফুলপুর উপজেলার খাল সাইদকোনা গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব সরকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালেল ২২ জুন অপমানের প্রতিশোধ নিতে স্ত্রী মুর্শিদা বেগমকে হত্যা করেন স্বামী সুরুজ আলী। এ ঘটনার পর দিন নিহতের পিতা শাহাব উদ্দিন বাদি হয়ে ৫জনকে আসামী করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার র্দীঘ ৬ বছর পর পুলিশ স্বামী সুরুজ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করেন। ওই মামলার র্দীঘ শুনানী শেষে বুধবার বিজ্ঞ বিচারক স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।