Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈতিক স্খলনের অভিযোগে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্থায়ীভাবে বহিষ্কার

জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১:৫৮ পিএম

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে জেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি যশোর এসে পৌঁছে। চিঠিতে উল্লেখ করা হয়,সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিক স্খলন জনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যশোর পুরাতন কসবা টালিখোলার ওয়েল্ডিং মিস্ত্রি সাজু চৌধুরীকে দাবীকৃত চাঁদা না পেয়ে হামলা করে হত্যার অভিযোগে জিসানের বিরুদ্ধে মামলা হয়। একইসাথে বিভিন্নস্থানে চাঁদাবাজিরও অভিযোগ ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ