Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১:৪৯ পিএম

বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আজ বুধবার (২০ মার্চ) সকাল থেকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছাত্ররা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এদিকে রাজধানীর প্রগতি সরণি, ফার্মগেট, নিউমার্কেট এবং পুরাণ ঢাকা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ চলছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং বুধবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখে।



 

Show all comments
  • Billal Hosen ২০ মার্চ, ২০১৯, ৪:২০ পিএম says : 0
    ‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’ {সূরা আস-সাফফাত, আয়াত : ২৪}
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ