Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের ভেতরে লাশ কাটা ঘর না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের ভেতরে লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন না করার দাবিতে পৌর ৫ নং ওয়ার্ড এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ৫ নং ওয়ার্ডের সমাজ সেবক মীর শাহরিয়ার হোসেন, একেএম আব্দুল আওয়াল, মুহা. আলতাফ হোসেন, স্বাধীন শেখ, ফজলে রাব্বী (শাকিল), তমাল, আকাশ, আবিরসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডা. রহিম বকসের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তরা দাবি জানান, হাসপাতালের ভেতরে অথবা হাসপাতালের আশপাশের লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন হলে এলাকাবাসী বসবাস করার অনুপযোগী হয়ে পড়বে। এতে করে এলাকার পরিবেশ নষ্টসহ এলাকাবাসীর বসবাসে নানাবিধ অসুবিধা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ