Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ উইকেটে জিতলো আবাহনী

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা আবাহনী। বোলারদের দাপটে ইন্দিরা রোডকে ১০ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল। গতকাল বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ ওভার ১ বলে ৬৪ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। জবাবে ৮ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩৫ রানে অপরাজিত থাকেন শারমিন আক্তার। অন্য ওপেনার শারমিন সুলতানা খেলেন অপরাজিত ২২ রানের ইনিংস।
এর আগে আবাহনীর বোলারদের ঠিক মতো সামলাতে না পারায় লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি ইন্দিরা রোড। সর্বোচ্চ ১৫ রান আসে অতিরিক্ত থেকে। পুজা দাস ও ফাতেমা জাহানের ব্যাট থেকে আসে ১২ রান করে। এই দুই জন ছাড়া ইন্দিরা রোডের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ১৭ রানে তিন উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার জাহানারা। ইয়ামিম রুপা দুই উইকেট নেন ৮ রানে।
ডিআইইউ টি-২০ ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার : ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আগামীকাল থেকে আশুলিয়ায় শুরু হচ্ছে ডিআই্িউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এতে দশটি বেসরকারি বিশ^বিদ্যালয় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলোÑ ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকেনোলজি, সিটি ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার। এ সময় জিম্বাবুয়ের ক্রিকেটার হেমিল্টন মাসাকাদজা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দল ট্রফি ছাড়াও প্রাইজমানি পাবে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা। এছাড়া ফেয়ার প্লে দল ট্রফির সঙ্গে প্রাইজমানি পাবে ১৫ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ উইকেটে জিতলো আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ