Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চুক্তিতে টেরি

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চুক্তি অনুযায়ী চেলসির হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন গত রবিবার লেস্টারের বিপক্ষে। এই গ্রীষ্মেই শেষ হচ্ছে চেলসির সাথে তাঁর চুক্তির মেয়াদ। কিন্তু ম্যাচ শেষে আবেদে আব্লুত সাবেক ইংলিশ অধিনায়ক জানিয়েছিলেন আরো এক বছর ব্লুদের সাথে থাকতে চান তিনি। ক্লাবও সম্মান জানালো চেলসি কিংবদন্তিকে। নতুন এক বছরের চুক্তিতে আপন ভূমিতেই থাকছেন টেরি। আবেগাপ্লুত টেরি বলেন, ‘সবাই জানে আমি আর চেলসিতে একত্র। আমি আরো এক বছর থাকছি ও নতুন কোচের অধীনে আমরা মৌসুমটাকে সফল করতে পারব বলে আশা করছি।’ চুক্তির বিষয়টা নিশ্চিত করেছেন দলের চেয়ারম্যান ব্রুস বাকও, ‘জন (টেরি) আরো এক বছর আমাদের সাথে থাকায় আমরা খুশি।’
১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত স্ট্যাম্ফোর্ড ব্রিজের দলের হয়ে ৭০৩টি ম্যাচে অংশ নেন ৩৫ বছল বয়সী টেরি। দলের হয়ে চারটি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ, তিনটি লিগ কাপ এবং একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জেতেন টেরি। চেলসি তাদের নতুন মৌসুম শুরু করবে ২০১৩ সালের বর্ষসেরা ইতালিয়ান কোচ অ্যান্টোনিও কোন্তের অধীনে। বর্তমান ভারপ্রাপ্ত ডাচ কোচ গুচ হিডিঙ্কের কাছ থেকে দায়িত্বভার নেবেন সাবেক জুভেন্টাস ও ইতালি জাতীয় দলের দায়িত্বে থাকা কোন্তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন চুক্তিতে টেরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ