বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সভানেত্রী রুকসানা বারী রুকু বে-সরকাভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৫ হাজার ২শত ৮১ ভোট (প্রতীক ফুটবল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাহিদা খাতুন পেয়েছে ৪ হাজার ৫শত ১৬ ভোট (প্রতীক সেলাই মেশিন)। গতকাল ১৮ মার্চ পার্বতীপুর উপজেলা পরিষদের শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলেও কেন্দ্রে তুলনামূলক ভোটার উপস্থিতি কম দেখা যা। পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পার্বতীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৩১৪ জন এবং মহিলা ১ লাখ ৩২ হাজার ৫৫৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৭টি। উল্লেখ্য, পার্বতীপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও আওয়ামীলীগের নেতা আমিরুল মোমেনিন নির্বাচিত হয়েছেন। এদিকে ভোট গ্রহণ চলাকালে রামপুর ইউনিয়নের জামিরহাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।