নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা ঃ ২০১৪ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিয়ে হিথ স্ট্রিক বদলে দিয়েছেন পেস বোলিং ইউনিটকে। সাবেক এই জিম্বাবুইয়ানের ঘষাঁমাঝায় প্রচলিত আইডিয়ার একাদশ ভেঙ্গে এখন ৪ পেসারকে নিয়ে খেলার সাহস পায় বাংলাদেশ দল। বছরে ২০০ দিনের চুক্তিতে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ এই পেস বোলিং কোচকে একই শর্তে দ্বিতীয় মেয়াদে পাওয়ার সম্ভাবনাই দেখেছে এতোদিন বিসিবি। বছরে ৮০ হাজার মার্কিন ডলার বেতনে বিসিবি’র সঙ্গে এই কোচের চুক্তির মেয়াদ এখনো আছে জুন পর্যন্ত। তবে পরবর্তী মেয়াদে আর তাকে পাচ্ছে না বিসিবি। বিসিবি’র কাছ থেকে অনুমতি নিয়ে আইপিএলের দল গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব নেয়াটাই কাল হয়ে দাঁড়িয়ে। গুজরাট লায়ন্সের দূর্দান্ত পারফরমেন্সে এই বোলিং কোচকে ভারতীয় বোর্ড ( বিসিসিআই) ন্যাশনাল ক্রিকেট একাডেমীর বোলিং কোচ হিসেবে পেতে চাইছে। ইতোমধ্যে এই পদে নিয়োগ পেতে বিসিসিআই’র কাছে আবেদনও করেছেন হিথ স্ট্রিক। হিথ স্ট্রিকের লন্ডনভিত্তিক এজেন্ট টম হাওয়ার্ডের বরাত দিতে এই সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু।
বিসিসিআই যুগ্ম সচিব নিরঞ্জন শাহও বিষয়টির সত্যাতা স্বীকার করে বক্তব্য দিয়েছেন দ্য হিন্দুকেÑ ‹আইপিএল চলকালীন আমি তার (হিথ স্ট্রিক) সঙ্গে দেখা করেছি। এনসিএ›র সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তিনি একজন হাই প্রোফাইল ক্রিকেটার। আমরা যে ধরনের বোলিং কোচ খুঁজছি তিনি এমনই একজন।›
পরবর্তী মেয়াদে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হিথ স্ট্রিককে স্বপদে বহাল রাখতে যখন চুক্তিপত্র তৈরি করার প্রক্রিয়া হাতে নিয়েছে বিসিবি, তখন বিসিবিকে না জানিয়ে ভারতের ন্যাশনাল একাডেমীর বোলিং কোচ হিসেবে নিয়োগের আবেদন করেছেন হিথ স্ট্রিক, তার এমন আচরনে বিস্মিত বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘ ও তো এ ব্যাপারে বিসিবিকে কিছুই জানায়নি। আমরা তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার পরও কেন এমন আচরন করলো ?’
হিথ স্ট্রিক দায়িত্ব ছেড়ে দিলে তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন না বিসিবি’র ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজÑ‘ এর আগে তো শ্রীলংকার চম্পকা রমানায়েকে বোলিং কোচের দায়িত্ব পালন করেছে। তার আমলেই তো আমরা রুবেলকে পেয়েছি। ও এখান থেকে প্রোফাইল বাড়িয়ে নিয়েছে বলে ভারতে অফার পেয়েছে। হিথ স্ট্রিক চলে গেলে আমাদের কিছু আসে যায় না। আমরা তার চেয়েও ভাল বোলিং কোচ পাব।’ বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও হিথ স্ট্রিককে নিয়ে উদ্বিগ্ন ননÑ‘ ওকে তো বেধে রাখার মতো পরিস্থিতি নেই। কেউ যেতে চাইলে তাকে আমরা রাখব কিভাবে ? ’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।