Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ৮:৪১ পিএম

কাতারের দোহায় বিশেষ অনুশীলন ক্যাম্পে থাকা বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় চায়। শুক্রবার রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে আল শাহানিয়া ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে লাল-সবুজের যুবারা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ আল আরাবিয়া ক্লাব। বাংলদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’ঘণ্টার কঠোর অনুশীলন করেছেন অনুর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। তারা আরো একটি জয় নিয়েই কাতারের অনুশীলন ক্যাম্প শেষ করতে চান। দোহায় দশ দিনের অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবেই দু’টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ