Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন, এক নারী দণ্ডিত

স্টাফ রিপোর্টার ,পাবনা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ৫:৩৮ পিএম

পাবনার ৮টি উপজেলায় ৫ম নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গড়ে ৩০ থেকে ৩৫% ভোট কাস্ট হয়েছে। পাবনার সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব মোশররফ হোসেন বিনা প্রতিদ্বিন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। ফলে একণ ৮টি উপজেলায় নির্বচনে ভোট গ্রহণ করা হলো। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিলেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। আমাদের ঈশ্বরদী রিপোর্টার এস.এস রাজা আমাকে জানান, তিনি ১৪টি কেন্দ্র সকাল থেকে ঘুরে দেখেছেন। ভোটারের উপস্থিতি খুব বেশী চোখে পড়েনি। সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি তাকে বলেছেন, ভোট গণনার পর কাস্টিং এর চিত্র পাওয়া যাবে । তবে গড়ে ৩০% ভোট দুপুর পর্যন্ত কাস্টিং হয়েছে। পড়ে আরও বাড়তে পারে।এই উপজেলায় ৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ঈশ্বরদী উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী হলেন, মো: নুরুজ্জামান বিশ্বাস, আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) বর্তমান উপজেলা চেয়ারম্যান, মোখলেছুর রহমান মিন্টু, ব্যতিরেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন, আতিয়ার (মোটর সাইকেল প্রতীক), মুস্তাফিজুর রহমান দোয়াত-কলম)।এদিকে , ভোটারদের প্রভাবিত করায় বেড়া উপজেলা রূপপুর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য সুলতানা রহমানকে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাবনার ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন, পাবনা জেলা প্রশাসক, মো. জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ