বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নওগাঁয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁয় সোমবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখনো পর্যন্ত জেলার কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। জেলার ১০টি উপজেলার মোট ৬০৮টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৫৭৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ১০টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০টি উপজেলায় ১৬ লাখ ৯১ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন। স্ব স্ব প্রার্থীরা বলছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নওগাঁ পোরশা উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মুনজুর মোর্শেদ চৌধুরী বলেন ভোটাররা ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত আমার উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ বিজয়ী হবো। নওগাঁর পোরশা উপজেলার পোরশা হাই মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আলম বলেন খুব সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত শতকরা ৩০ভাগ ভোট প্রদান করেছে ভোটাররা। তবে আশা করছি শেষ পর্যন্ত শতকরা ৬০-৭৫ভাগ ভোট পড়বে ব্যালট বাক্সে।
এমদাদুল হক সুমন
নওগাঁ জেলা সংবাদদাতা
১৮.০৩.২০১৯
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।