Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় ঘণ্টায় ৬ ভোট!

মৌলভীবাজার সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১১:১৮ এএম
মৌলভীবাজারে সাত উপজেলার ৫১৬টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব কম বলে জানা গেছে। কোনো সেন্টারে দেড় ঘণ্টায় মাত্র ৬টি ভোট পড়েছে বলে জানা গেছে।
 
শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সনজীত কুমার দাস গণমাধ্যমকে বলেন, ‘এ কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। এ পর্যন্ত ভোট কাস্টিং মাত্র ৬টি। ভোটার উপস্থিতি নেই।’
 
জানা গেছে, আজ সোমবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
 
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান জানান, সাতটি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩, ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও নারী ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ