Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেরপুরে মাদক কারবারীদের দুইপক্ষের গোলাগুলিতে নিহত ১

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১০:৩৬ এএম

মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারীদের দু’পক্ষের গুলাগুলিতে মাদক কারবারী বুদু আলী (৩০) নিহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত বুদু আলী এ উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ১ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

ওই এলাকার পিরতলা ক্যাম্প ইনচার্জ এস আই অজয় কুমার কুন্ডু জানান, হাঁড়াভাঙ্গা ঈদগাপাড়া এলাকায় দু’দল মাদক ব্যাবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বুদুর লাশ উদ্ধার করা হয়। এলাকা তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ১ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

১০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ