পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নগরীতে রিহ্যাব আয়োজিত ৪ দিনের আবাসন মেলায় ৫ কোটি টাকা মুল্যের ফ্ল্যাট বিক্রির বুকিং পেয়েছে এএনজেড প্রপার্টিজ। গতকাল রোববার শেষ দিন পর্যন্ত মেলা থেকে ৪টি ফ্ল্যাট বুকিং এবং আরও প্রায় ১০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রির প্রক্রিয়া প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন এএনজেডের সিওও মাহমুদুল হক। মেলা পরবর্তী সময়ে এসব ফ্ল্যাট বুকিং এবং বিক্রি সম্পন্ন হবে। তিনি জানান, ৪ দিনের রিহ্যাব মেলায় অংশগ্রহণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মেলায় দেড় হাজারেরও বেশি আগ্রহী ফ্ল্যাট ক্রেতা ও দর্শনার্থী আমাদের স্টল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, চট্টগ্রামের ৪টি এবং ঢাকার ৬টি প্রাইম লোকেশনে ১০টি বিলাসবহুল এপার্টমেন্ট প্রকল্প নিয়ে কো-স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রিহ্যাব মেলায় অংশগ্রহণ করে এএনজেড। চট্টগ্রামে এএনজেডের এপার্টমেন্ট প্রকল্পগুলো হলো- লালখান বাজার হিলপার্ক, পাঁচলাইশ আবাসিক এলাকা, পূর্ব নাসিরাবাদ এবং হিলভিউ হাউজিং সোসাইটি। ২০০৫ সাল থেকে এপার্টমেন্ট প্রকল্প নিয়ে চট্টগ্রামের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এএনজেড। ইতোমধ্যে এএনজেড সেখানে ২৫টি প্রকল্প নির্মাণ ও সফলভাবে হস্তান্তর করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।