Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএনজেড এশিয়ার পাঁচটি দেশে এসএমই ব্যবসা বন্ধ করছে

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ পরিকল্পনা অনুযায়ী এশিয়ায় নিজেদের ঋণ কার্যক্রম কমিয়ে আনছে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ (এ এনজেড)। এরই অংশ হিসেবে এ অঞ্চলের পাঁচটি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্যাংকটি। পাশাপাশি প্রায় ১০০ কর্মীও ছাঁটাই করবে আর্থিক প্রতিষ্ঠানটি। এভাবেই এশিয়ায় নিজেদের উপস্থিতি কমানোর ইঙ্গিত দিলেন এএনজেডের নতুন সিইও। খবর রয়টার্স। এএনজেডের সদর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি এরই মধ্যে সিঙ্গাপুর, ভিয়েতনাম, হংকং, ইন্দোনেশিয়া ও তাইওয়ানের উদীয়মান কর্পোরেট ব্যবসা কার্যক্রম শেষ করেছে। মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায়, কার্যক্রম গুটিয়ে নেয়া মূলত এশিয়ায় আবার ফিরে আসার পরিকল্পনারই অংশ। এ অঞ্চল থেকে অধিক আয় নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ব্যবসার ওপর মনোযোগ বৃদ্ধি করতে চাচ্ছে এএনজেড। এএনজেডের নতুন সিইও শেইন এলিয়ট প্রতিষ্ঠানের মনোযোগ যেখানে দ্রæত প্রবৃদ্ধি ও আকর্ষণীয় আয় রয়েছে, সেদিকে নিয়ে যেতে চাচ্ছেন। ব্যাংকটির লক্ষ্য এখন আর ছোট অংশ নয় বলে মুখপাত্র জানান। তিনি বলেন, প্রতিষ্ঠান অনেক বেশি পরিকল্পনা ও কৌশলের দিকে মনোযোগ দিচ্ছে। ব্যাংকের সঙ্গে গ্রাহকের সঠিকভাবে সম্পর্কিত হওয়া নিশ্চিত করতে চাচ্ছে, যাতে তাদের কাছে বিক্রিত পণ্য যথেষ্ট আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এএনজেডের এসএমই ইউনিট কত বড় বা সামগ্রিক ব্যবসায় এর আয় কত, সে বিষয়টি স্পষ্ট নয়। প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি জানিয়েছেন, তারা শিগগিরই একটি পরিবর্তনের আশা করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এএনজেড এশিয়ার পাঁচটি দেশে এসএমই ব্যবসা বন্ধ করছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ