Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ সালে মুজিব বর্ষ পালন করা হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৩:১৩ পিএম

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্র্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশসেনর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জাতির পিতার সেই ৭ মার্চের ভাষন আজকে সারাবিশে^ অন্যতম। তিনি এই ভাষনের মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের যুদ্ধে যেতে উজ্জিবিত করেছেন।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে মুজিব বর্ষ পালন করা হবে। এই বর্ষের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার চেতনা, দেশের উন্নয়নসহ সকল কিছু ফুটে উঠবে। সকলে মিলে এ দেশটা শান্তির সোনার বাংলা গড়ে তুলবো।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে দিবসটির সভায় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর।

এদিকে আলোচনা সভার পূর্বে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষামন্ত্রীর নেতেৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর পদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্র্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ