Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ২:০৬ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পিস্তলসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে বাঘাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে পুরো উপজেলায় যৌথবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এ ধারাবাহিকতায় গতকাল শনিবার দিনগত রাতে উপজেলার নয় কিলোমিটার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘প্রসীত গ্রুপ’ আস্তানায় হানা দেয় যৌথবাহিনী। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দিকবিদিক পালিয়ে সন্ত্রাসীরা।
এসময় অভিযানস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, চার রাউন্ড অ্যামুনেশন, নগদ পাঁচ হাজার ৩২ টাকা এবং চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি থানা হেফাজতে নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র উদ্ধার

৬ জানুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ