Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেন্টন ট্যারান্ট : সাধারণ মানুষ থেকে ভয়ঙ্কর ঘাতক

দি টেলিগ্রাফ | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

স্নেহময় বাবা পরম ভালোবাসায় সুন্দর চুল আর নীল চোখের নিষ্পাপ শিশুপুত্রকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন। এ ছবিটি ব্রেনটনের মায়ের প্রিয় স্মৃতিগুলোর একটি। হাওয়াইতে সপরিবারে বেড়াতে গিয়ে তোলা হয়েছিল এ ছবি। শিশু ব্রেনটন ট্যারান্ট-এর জন্মদিনে তোলা।
নিউ সাউথ ওয়েলসের এক মফস্বল শহর গ্রাফটনে বাবা-মা ও বোনের সাথে দিন কেটেছে তার। স্কটিশ, আইরিশ ও ইংরেজ বংশোদ্ভ‚ত শ্রমজীবী শ্রেণির নিম্ন আয়ের একটি পরিবার। সে নিজের পরিচয় দিত সাধারণ শে^তাঙ্গ হিসেবে। সকল অর্থেই তার জীবন ছিল অনুল্লেখ্য। স্থানীয় জিমে ফিটনেস ইন্সট্রাক্টর হতে স্কুল ছাড়ে সে। লেখাপড়া বা আর কিছুতে তার আগ্রহ ছিল না। তার বাবা রডনি ছিলেন একজন অ্যাথলেট। ২০১০ সালে তিনি ক্যান্সারে মারা যান। এর ফলে কিছু সম্পদের মালিক হয় সে। বেরিয়ে পড়ে দুনিয়া ঘুরে দেখতে।
তার মা একজন ইংরেজি শিক্ষিকা। ব্রেনটন বাইরে থাকার সময় তিনি ‘খেয়ালি ছেলে’র অভাব কতটা বোধ করেছেন সে কথা অনলাইনে লিখেছিলেন। বলেছিলেন যে, তার ভ্রমণের আকাক্সক্ষার বিষয়টি তিনি উপলব্ধি করেন। ছেলেকে তিনি মমতাভরে ‘ব্রেন্টো’ বলে ডাকতেন। মনে হয়, মনের দিক দিয়ে ছেলে কতটা পরিবর্তিত হয়ে গিয়েছিল তা তিনি জানতেন না। ট্যারান্ট ইউরোপের অধিকাংশ দেশ, উত্তর কোরিয়া, ভারত ও জাপান ভ্রমণ করে। গত বছর পাকিস্তান ভ্রমণ করে দেশটিকে অসাধারণ স্থান বলে উল্লেখ করে। পাকিস্তানিদের সে আখ্যায়িত করে বিশে^র অত্যন্ত আন্তরিক, দয়ালু হৃদয় ও আতিথেয়তাকারী মানুষ বলে।
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানায়, সে অনলাইনে লিখেছিল যে, শরতে হুনজা ও নাগার উপত্যকার সৌন্দর্য অতুলনীয়। বিভিন্ন ঘুরে বেড়ানোর সময় ব্রেনটনের মনের পরিবর্তন ঘটে। এ সময়েই তার মনে সহিংসতার বীজ রোপিত হয়। ২০১৬ ও ২০১৭-তে ইউরোপে সংঘটিত সন্ত্রাসী হামলা তাকে প্রভাবিত করে। বিশেষ করে অনলাইনে দেয়া তার অসংলগ্ন ইশতেহারে সে ২০১৭ সালে স্টকহোমে সন্ত্রাসী হামলায় নিহত ৫ জনের মধ্যে ১১ বছরের শিশু এবা আকারল্যান্ডের কথা উল্লেখ করে।
ব্রেনটন তার যে ব্রিটিশ ঐতিহ্যের কথা বলেছে তা জোরালো নয়। কারণ, তার বাবা-মা ও পিতা-পিতামহ অস্ট্রেলিয়ায় জন্মেছেন বলেই ধারণা। তবে তার বোন ব্রিটেনের পোর্টসমাউথের এক ব্যক্তিকে বিয়ে করেন।
তার ৫১ বছর বয়স্কা মা এখনো গ্রাফটনেই থাকেন। শুক্রবারের ঘটনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধ করা হলেও তিনি তার জবাব দেননি।
তার বড় ছেলে ক্রাইস্টচার্চে থাকেন। শুক্রবারের হামলার খবর ছড়িয়ে পড়ার পর তিনি দ্রুত হামলার শিকার ব্যক্তিদের আশ্রয়, খাবার ও তারপক্ষে যা কিছু সম্ভব তা করার প্রস্তাব দেন। সে সময় মনে হয় তিনি হামলাকারীর পরিচয় জানতে পারেননি। তিনি অনলাইনে লেখেন, হামলাকারী একজন অস্ট্রেলিয়ান যে সুনির্দিষ্টভাবে এ ঘৃণ্য হামলা চালাতেই এখানে এসেছে। তিনি লেখেন, আমি মসজিদটি চিনি। সব সময় সেখান দিয়ে যাওয়া আসা করি। এটা একটা সর্বদা ব্যস্ত ও সুন্দর জায়গা। আমি এই কান্ডজ্ঞানহীন বর্বরতায় আতঙ্কিত। তার মাও বুঝতে পারেননি যে, এ হামলা ব্রেনটন চালিয়েছে।
ট্যারান্ট তার ১৭ হাজার শব্দের ইশতেহারে তার নিজের দেশকে নিষ্প্রভ ও এক উদাসীন দেশ হিসেবে। সে অনলাইনে নিজেকে বর্ণনা করেছে ভাষায়, সংস্কৃতিতে, রাজনৈতিক বিশ্বাস আর দর্শনে, আত্মপরিচয়ে এবং বংশপরিচয়ে একজন ইউরোপীয় হিসেবে। সে লিখেছে, সবচেয়ে বড় কথা আমার রয়েছে ইউরোপীয় রক্ত। সে অস্ট্রেলিয়াকে ব্রিটিশ কলোনি ও ইউরোপের বর্ধিত অংশ বলে আখ্যায়িত করে। ব্রেনটন নিজেকে বেক্সিট সমর্থক বলে ঘোষণা করে নিজেকে একজন ফ্যাসিস্ট বলে স্বীকার করে বলে, সে অসওয়াল্ড মোসলির একাত্মতা বোধ করে। সে নিজেকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করেছে। বলেছে, সে নোবেল শান্তি পুরস্কার পাবার প্রত্যাশা করে।
ব্রেনটন বলে, সে একজন বর্ণবাদী, তবে বিদেশী আতঙ্কগ্রস্ত নয়। সে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করে বলে, তিনি পুনরুজ্জীবিত শ্বেতাঙ্গ পরিচয় ও অভিন্ন লক্ষ্যের প্রতীক। সে তার উগ্রপন্থার কারণ হিসেবে ইউরোপে সন্ত্রাসী হামলার উল্লেখ করে বলে, বন্দুকের মালিকানার বিষয়ে সে যুক্তরাষ্ট্রে একটি সমস্যা সৃষ্টির আশা করছে। ২০১১ সালে নরওয়েতে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যাকারী চরম দক্ষিণপন্থী সন্ত্রাসী অ্যান্ডার্স ব্রেইভিকের তার সংক্ষিপ্ত যোগাযোগ ছিল বলে সে দাবি করে।
এদিকে ব্রেইভিকসের আইনজীবী ওয়িস্টেইন স্টরভিক শুক্রবার একটি নরওয়েজীয় পত্রিকাকে বলেন, জেলে থাকা তার মক্কেলের সাথে চারপাশের পৃথিবীর সংযোগ খুবই সীমিত। তাই ট্যারান্টের সাথে তার সংযোগ ছিল বলে মনে হয় না। ব্রেনটনের মা ২০১৩ সালে তার ছেলের নিউজিল্যান্ড ভ্রমণের পর পাঠানো একটি মেসেজের অংশ বিশেষ পোস্ট করেন। সে দেশটিকে প্রকৃতই এক স্বর্গ বলে বর্ণনা করে। কে জানত যে, মাত্র ক’বছর পরই সুন্দর সেই দেশটিকে সে এক নরকে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হবে? হয়ে উঠবে এক ভয়ঙ্কর ঘাতক?



 

Show all comments
  • Habib Ahsan ১৭ মার্চ, ২০১৯, ৩:১৭ এএম says : 0
    পৃথিবীতে আজ মানবতা বলে কিছু নেই,, একদল মানুষ নামাজে দাঁড়িয়ে আছে,, আর একজন মানুষ পিছন থেকে এলোপাথাড়ি গুলি করছে।
    Total Reply(0) Reply
  • খলিলুর রহমান ফিরোজি ১৭ মার্চ, ২০১৯, ৩:১৮ এএম says : 1
    হলি আর্টিজান হামলাকারী জাকির নায়েকের সমর্থক হওয়া তার সম্পদ বাজেয়াপ্ত, টিভি চ্যানেল বন্ধ এবং দেশ থেকে বিতাড়িত করা হয় ! কারণ জাকির নায়েক ছিল মুসলমান এখন হামলাকারী ট্রাম্পের সমর্থক মিডিয়ার ভূমিকা কি হবে ?
    Total Reply(0) Reply
  • Shanto Akash ১৭ মার্চ, ২০১৯, ৩:২৪ এএম says : 0
    এই কুখ্যাত নর পশুর নির্মম বিচার দাবী করছি,,এবং একই সাথে তার মতো সকল বিধর্মী কুখ্যাত নর পশু সন্ত্রাসীদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের কাঠ গড়ায় দাড় করানোর দাবী জানাচ্ছি!!! সকল সন্ত্রাসী নরপিশাচরা নিপাত যাক, মানবতার জয় হোক!!
    Total Reply(0) Reply
  • H K Hasan ১৭ মার্চ, ২০১৯, ৩:৪৬ এএম says : 0
    আহ! নিউজিল্যান্ডে এতগুলি মুসলমানকে মসজিদে এসে প্রকাশ্যে হত্যা করল। ভিডিও দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না। নামাজরত অসহায় মুসলমানদের হামলা চালিয়ে কি বীরত্বই না সে দেখিয়েছে! বোবা কান্নায় দমবন্ধ হয়ে আসছে। আফসোস! আমরা কতই না অসহায়। হামলাকারী সন্ত্রাসী ব্রেন্টনের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।
    Total Reply(0) Reply
  • Bimal Adhikary ১৭ মার্চ, ২০১৯, ৪:০৭ এএম says : 0
    জঙ্গীদের কোন ধর্ম হয় না। যারা নিরিহ মানুষকে হত্যা করে, তারা মানবতার বিরুদ্ধে।দরকার এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম।
    Total Reply(0) Reply
  • Md Ujjol ১৭ মার্চ, ২০১৯, ৪:০৯ এএম says : 0
    শহীদ মুসলমান ভাইদের জন্য আমার গভীর শ্রদ্ধা রইল আল্লাহ তাদেরকে যেন বেহেস্ত নসিব করেন
    Total Reply(0) Reply
  • Abdul Malek ১৭ মার্চ, ২০১৯, ৪:১০ এএম says : 0
    I hate such activities
    Total Reply(0) Reply
  • DR. Jahangir Miah ১৭ মার্চ, ২০১৯, ৮:২৭ এএম says : 0
    "Bismil Laa-hir.Rahmaa-nir-Raheem""Al-Hamdu Lillaahi Rabbil 'Aalameen was Salaatu was- Salaamu 'Alaa Sayidinaa Muhammadin wa Aalihi wa Asabihi Ajma 'een (tauheed- risalat- ahkirat and islam-iman-ihsan) Most Gracious, Most Merciful; Master of the Day of Judgment. May Allah grant our Brothers and Sisters Jannahtul Fardous - InsaAllah My deepest condolences on the loss of our Brothers and Sisters. O, my lovely Brothers and Sisters give charity on behalf of them – Allah S.T. will reward you InsaAllah. Kindest Regards
    Total Reply(0) Reply
  • প্রয়জন নাই ১৭ মার্চ, ২০১৯, ২:৪৫ পিএম says : 0
    তার মতো এক জন সন্ত্রাসী কে নিয়ে এতো লেকালেকি কেন ছোট বেলায় কি ছিল? সে এক জন ইহুদি সন্ত্রাসী এইটাই তার বড় পরিচয় আর বিশ্বের যত বড় বড় সন্ত্রাসী সব ইহুদি, ক্রিস্টান, বোদ্দাহ,আর হিন্দু কিন্তু আন্তর্জাতিক মিডিয়া নাম দেয় মুসলমানদের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভয়ঙ্কর ঘাতক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ