মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নয় বছরে পা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ। ২০১১ সালে শুরু হওয়া সরকারবিরোধী এ যুদ্ধে প্রাণ হারিয়েছে সাড়ে তিন লাখের বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছে এক কোটির বেশি। সিরিয়া যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন শুক্রবার প্রকাশ করেছে এএফপি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রেকর্ড অনুসারে, ২০১১ সালের ১৫ মার্চ সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দীর্ঘ যুদ্ধে প্রাণ হারিয়েছে ১ লাখ ১২ হাজার ৬২৩ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ২১ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মতে, যুদ্ধে স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছে ২৯ লাখ মানুষ। ২০১৭ ও ২০১৮ সালে ফরাসি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, সিরিয়ার তিন-পঞ্চমাংশের বেশি পরিবারে অন্তত একজন বিকলাঙ্গ হয়েছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা কেয়ারের হিসাব অনুসারে, সিরিয়ার রক্তক্ষয়ী এ সংঘাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের তথ্যানুসারে, এ যুদ্ধে দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ তাদের আবাস থেকে উচ্ছেদ হয়েছে, যা যুদ্ধ-পূর্ববর্তী ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশি। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০১১ সালের পর সিরিয়ার অভ্যন্তরেই ৬২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর আঞ্চলিক শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ। এর মধ্যে তুরস্ক একাই ৩৬ লাখের বেশি সিরীয় শরণার্থীকে গ্রহণ করেছে। এর পর রয়েছে লেবানন। দেশটি ১৫ লাখ সিরীয় শরণার্থীকে গ্রহণের কথা জানিয়েছে। কিন্তু লেবাননে অবস্থিত সিরীয় শরণার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে এবং আন্তর্জাতিক ত্রাণের ওপর নির্ভরশীল। আঞ্চলিক দেশগুলোর বাইরেও কয়েক লাখ সিরীয় শরণার্থী ইউরোপে, বিশেষত জার্মানিতে আশ্রয় গ্রহণ করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।