মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইন্টারনেটে এক পোস্টে বোমা হামলার চালানোর হুমকিতে জাপানের ওসাকা প্রদেশের কিশিয়াডা শহরে প্রায় ৭০টি স্কুল বন্ধ রয়েছে বুধবার। পাশাপাশি শহরের জিমন্যাস্টিক, সিটি হল ও কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ রয়েছে বলে জাপানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। গত মঙ্গলবার রাতে ইন্টারনেটে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কিশিয়াডা শহরের স্কুল, সিটি হল ও অন্যান্য স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এরপরই শুধু নগর কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতাল ছাড়া সব সেবা বুধবার বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় চার হাজার ২৯৮টি বোমা পুঁতে রাখা হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয়। কিশিয়াডা সিটি কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হায়াশি মিয়াকি বলেন, বুধবার যে কোনো সময় বোমা হামলা হবে বলে ইন্টারনেট বার্তায় বলা হয়েছিল। তাই আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইনি। স্কুল বন্ধ করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।